দেশি-বিদেশি দৌড়বিদদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হলো রাজধানীতে। রাজধানীর ৩শ’ ফিটে শেখ হাসিনা সরণী সংলগ্ন বিএনএস শেখ মুজিব বেইজে এই ম্যারাথন হয়।
শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এ বছর ম্যারাথনে ৫৯ জন বিদেশি পুরুষ ও মহিলা দৌড়বিদ ‘ফুল ম্যারাথন’ ক্যাটাগরিতে অংশ নিয়েছেন। পাশাপাশি ফুল ও হাফ ম্যারাথনে অংশ নেন পাঁচ হাজার ৮০৬ জন বাংলাদেশি ম্যারাথনার।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।