ওয়েস্ট ইন্ডিজে চলছে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডের জন্য সব যোগাড়যন্ত্র সম্পন্ন হয়ে গিয়েছিল। এরপরই খবর এলো, উইন্ডিজ দলের এক ‘অ-খেলোয়াড়’ সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়। তাতে ম্যাচ অবধারিতভাবেই গেল স্থগিত হয়ে। এ সিরিজের পরই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। এ ঘটনায় সে সিরিজ নিয়েও কিছুটা শঙ্কা সৃষ্টি হলো বৈকি!

টস হয়ে গিয়েছিল, এরপর অজি দলের অভিষিক্ত রাইলি মেরেডিথকেও পরিয়ে দেওয়া হয়েছিল ওয়ানডে ক্যাপ। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। বিপত্তি বাঁধল এরপর। নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু দুই দলের দেখা নেই। বিষয়টা পরিষ্কার হলো ধারাভাষ্যকারদের কথায়। তারা জানান, উইন্ডিজ দলে করোনায় আক্রান্ত হওয়ার খবর। টসের পরই এই দুঃসংবাদ পেয়েছিল ক্যারিবীয় দল।

খবরটি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘খেলোয়াড় নন এমন একজন সদস্য কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। যার ফলে স্থগিত করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। কেনসিংটন ওভালে টস হয়ে যাওয়ার পর এই খবর আসে। তবে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।’
খেলা স্থগিত হওয়ার পর মাঠ ছেড়ে যাচ্ছেন অজি ক্রিকেটাররা/ক্রিকইনফো

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, করোনা প্রোটোকল মেনে দুই দলই এখন আইসোলেশনে আছে টিম হোটেলে। আজ আবারও করোনা পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার কথা আছে, ফল না পাওয়া পর্যন্ত থাকতে হবে আইসোলেশনেই। করোনা পরীক্ষার ফল এলেই একমাত্র দ্বিতীয় ওয়ানডের নিয়তি জানা যাবে, বলছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

তবে দ্বিতীয় ওয়ানডের সূচি পুনঃনির্ধারণের সুযোগ নেই উইন্ডিজের সামনে। কারণ অস্ট্রেলিয়া আছে ঠাসবুনটের সূচিতে। সে সিরিজ শেষ করেই যে বাংলাদেশে আসার কথা তাদের। শনিবার রাতের সিরিজের তৃতীয় ওয়ানডে খেলেই বাংলাদেশের বিমানে ওঠার কথা আছে অজিদের।

তবে দলটা এখন আইসোলেশনে থাকায় কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বাংলাদেশে অনুষ্ঠেয় সেই সিরিজ নিয়ে। করোনা পরীক্ষায় সেই দলের কেউ পজিটিভ প্রমাণিত হলে এর পরিণতি কী হবে, তা নিয়েও আছে ধোঁয়াশা।

সূচি অনুসারে আগামী ৩ আগস্ট শুরু হওয়ার কথা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।