তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার প্রথমে ব্যাট করা ঢাকার দেয়া ১৭৬ রানের লক্ষ্য ১ বল আর ৪ উইকেট হাতে রেখে জয় পায় কুমিল্লা।

টস জিতে ব্যাট করতে নামে দুর্দান্ত ঢাকা শুরুটা বেশ ভালোই করেছিল। ওপেনার ডি সিলভা ১৪ রানে আউট হলেও নাঈম শেখ ও সাইফ হাসানের অর্ধশতক করেন। নাঈম ৪৫ বলে ৬৪ ও সাইফ ৪২ বলে করেন ৫৭ রান। চারে নামা অ্যালেক্স রস ১১ বলে ২১ রানের ইনিংস খেলেন। এই তিনজনের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ঢাকা সংগ্রহ করে ১৭৫।

জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা বেশ বিপদেই পড়ে শুরুতে। মাত্র ২৩ রানে তারা ৩ উইকেট হারায়।

শুরুতেই ফিরে যান অধিনায়ক লিটন দাস। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ৫ বলে ৮ করে। উইল জ্যাকস হন রানআউট (৫ বলে ৯)।

শরিফুল তার দ্বিতীয় শিকার বানান ইমরুল কায়েসকে (১)। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে কুমিল্লা। সেখান থেকে তাওহিদ হৃদয় আর ব্রুকে গেস্টের ৬৯ বলে ৮৪ রানের জুটি। এই জুটিতে মূল অবদান হৃদয়েরই। ব্রুকে ৩৫ বলে করেন ৩৪।

এরপর বলতে গেলে একা হাতে ম্যাচ বের করেছেন হৃদয়। ৫৩ বলে সেঞ্চুরি করার পর দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ডানহাতি এ ব্যাটার। বিপিএলে ষষ্ঠ বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি দেখালেন হৃদয়।