দুনিয়াটা এখন মানুষের হাতে মুঠোয়। কখন কি ঘটছে মানুষ জানতে চায়। তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে দ্রুত সেই তথ্য সবার কাছে পৌঁছেও যায়। ফলে নতুন একটি গণমাধ্যম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এ বিষয়টি নিয়েই আমাদেরকে সবচেয়ে বেশি ভাবতে হয়েছে। নিশ্চয়ই আমাদের কাছে পাঠকের অনেক প্রত্যাশা থাকবে। সেটা মাথায় নিয়েই আমরা আমাদের আয়োজনগুলোকে সাজিয়েছি। প্রত্যাশা পূরণে আমাদের প্রতিশ্রুতিও রয়েছে। সেই প্রতিশ্রুতি পূরণে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
ফ্লোরিডায় প্রথম বাংলা ভাষার টেলিভিশন এফবি টিভি। একইভাবে www.fbnews247.com ফ্লোরিডা থেকে প্রকাশিত প্রথম অনলাইন পত্রিকা। ফলে আরও একটি নতুন উদ্যোগের কৃতিত্ব আমরা পাবো। কিন্তু এই কৃতিত্ব শতভাগ সফল হবে যদি পাঠক এটিকে গ্রহণ করেন। পাঠক কি চায় তা নিয়ে আমরা ভেবেছি। এই ভাবনাটি একটা চলমান প্রক্রিয়া। আমাদের শুরুটা সর্বাত্মক ভালো করার চেষ্টা করেছি। দিনে দিনে মানুষের মতামতের আরও প্রতিফলন থাকবে, এটা বলতে পারি। একথা আমরা নিশ্চিত করতে চাই, পাঠক যেনো এই প্লাটফর্মটিকে নিজেদের হিসেবে ভাবে সেই প্রচেষ্টার সবটুকু আমাদের থাকবে।
ইশতিয়াক সিদ্দীকি বাবু
সিএফও, এফবি টিভি এবং
www.fbnews247.com