ফরিদপুরের নগরকান্দায় ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার নগরকান্দা থানায় মামলা করেছেন ওই শিশু বাবা। এর আগে, গতকাল শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামের কুমারনদীতে থাকা নৌকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা অশোক মালো (৩৬) শুক্রবার সন্ধ্যায় ওই শিশু শিক্ষার্থীকে মুখ চেপে ধরে জোরপূর্বক কুমার নদে থাকা নৌকায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে ধর্ষণ করে সে। ঘটনাটি কাউকে না জানাতে শিশুটির হাতে ১০ টাকা গুজে দেন অশোক মালো। শিশুটি বাড়িতে এসে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা অশোক মালোকে ধরতে গেলে সে পালিয়ে যায়।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে অশোক মালোর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য আজ শনিবার তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।