মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে তীব্র বেগে ধেয়ে আসা হারিকেন হেলেন আমেরিকার ফ্লোরিডার উপকূলে আঘাত হেনেছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, হেলেন ফ্লোরিডার বিগ বেন্ড এলাকায় তাণ্ডব চালাচ্ছে। ইতোমধ্যে ঝড়ের কারণে একজনের প্রাণহানি হয়েছে।

এছাড়া একটানা প্রবল বর্ষণে উপকূলজুড়ে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে ঝড়ের কারণে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা অনেক বেশি। এছাড়া তীব্র বৃষ্টিতে বন্যার পানি ২০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। সতর্কতা জারি রাখা হয়েছে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও।

চলতি বছর একের পর এক দুর্যোগে বিধ্বস্ত আমেরিকায় এবার আরও একটি শক্তিশালী হারিকেন আঘাত হানতে যাচ্ছে। মার্কিন আবহাওয়াবিদদের তথ্যমতে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘হেলেন’ আরও শক্তি সঞ্চয় করে মেক্সিকো উপসাগরে ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনে রূপ নিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭শে সেপ্টেম্বর) এটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে যাচ্ছে বলে পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা।

ঝড়ের প্রভাবে মেক্সিকো ও কিউবা উপকূলে বিরাজ করছে বৈরি আবহাওয়া। অব্যাহত রয়েছে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত। উত্তাল রয়েছে সমুদ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেক্সিকো উপকূলে এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা। উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও  জেলেদের।

এদিকে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে আঘাতের পর অনেকটা দূর্বল হয়ে এখনো প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে হারিকেন জন। তবে এটি আবারও শক্তি সঞ্চয় করতে পারে বলে সতর্ক করেছে মেক্সিকোর আবহাওয়া অফিস।