অস্ত্রোপচারের সময় কান্না! এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু তাই বলে ফি আদায়! সম্প্রতি এমন ঘটনায় ঘটেছে যুক্তরাষ্ট্রে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন একটি পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক নারী। এ ঘটনায় হতবাক নেটিজেনরা বলছেন, এটি অযৌক্তিক ও হাস্যকর।

গণমাধ্যমসূত্রে জানা যায়, হাসপাতালে আঁচিল অপসারণ করেন মিডজ নামের এক নারী। এসময় কান্না করেন ঐ নারী। যার জন্য ফি হিসেবে অতিরিক্ত ১১ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫০ টাকা গুণতে হয়েছে ঐ নারীকে।

টুইটারে এমন পোস্টের পর যুক্তরাষ্ট্রে হইচই পড়ে যায়। দেশটির স্বাস্থ্য ব্যবস্থার জটিল প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে ইতিমধ্যে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মানুষ এটিকে দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন।