আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডা ইউএসএ ইনক এবং বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার বাৎসরিক সভা ও বনভোজন। দুই সংগঠনের কর্মকর্তা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা করোনা মহামারির ভয়াল সময়ের পর মুক্ত বাতাসে প্রাণের মেলায় মিলিত হন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং স্থানীয় প্রশাসনের করোনা সতর্কতা বিধি মেনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও বনভোজন।
স্থানীয় সময় ৭ আগস্ট শনিবার মারযাম পার্ক এ সংগঠনের সভাপতি লিটন মজুমদারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজীব চৌধুরী শামীম।
সভায় আগামীতে বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার দুটি সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে সকল নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, যত বাধা আসবে ততই শক্তিশালী হবে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের এই দুটি সংগঠন।
বক্তারা বলেন, আমাদের সকল ডিরেক্টরবৃন্দ গত দিনেও শক্তিশালী রেখেছেন এখনও রাখছেন। ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সবাই সমন্বিত শক্তি হিসেবে কাজ করার বিষয়ে তারা একমত পোষন করেন।
বাৎসরিক সভায় আলোচনা করেন প্রধান উপদেষ্টা টিটন মালিক, চেয়ারম্যান আরশাদ আলী, সিনিয়র সহ সভাপতি মোঃ এ আলম, বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক সালাম চাকলাদার, সহ সভাপতি ইমন করিম, সাইফুল আজম বাবু, ডিরেক্টর ইফতেখার আহমেদ মিথেল, মিল্টন মজুমদার, সাইফুল্লাহ রানা, উপদেষ্টা আয়ুব হাসান, ডিরেক্টর মোঃ ইয়াসিন টুটুল ও সুমন বিশ্বাসসহ অনেকে।
সভা শেষে সদস্যরা পরিবারসহ শিশুদের খেলার জন্য ঘুড়ি উড়ানো, ফুটবল, ক্রিকেট, চোখ বেঁধে বিস্কুট দৌড় ও সাইকেল চালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুরা মেতে ওঠে প্রাণের উচ্ছাসে।
খেলা পর্ব শেষে সাংস্কৃতিক বিকেলে আলমগীর হোসেন পাটোয়ারী, সুমন বিশ্বাস ও আয়েশা বিশ্বাসের পরিবেশনায় মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুবকদের মধ্যে মাহির মালিক, তানজিল করিম, বর্ষন মালিক, হিমেল মজুমদার, দীপু মজুমদার, উচ্ছল আহমেদ, তাজরিয়ান করিম এবং আয়ান আজমসহ সবাই প্রতিযোগিতায় অংশ নেয়।