যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে বন্দুকধারীর হামলায় এক সাংবাদিক ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। নিহত সাংবাদিক মার্কিন সংবাদমাধ্যম স্পেকট্রাম নিউজের প্রতিবেদক ছিলেন। গুলিতে মৃত্যু হয়েছে ৯ বছরের এক শিশুর। এর কয়েকঘণ্টা আগে সেখানে আরও একজনকে হত্যা করা হয়। আজ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।

গতকাল (বুধবার) ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর পাইন হিলসে এ ঘটনা ঘটে। একই স্থানে কয়েক ঘণ্টা আগেও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আরেকজন সাংবাদিক ও নিহত শিশুর মাও এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, আগের হত্যাকাণ্ডের খবর সংগ্রহ করতে সাংবাদিকরা সেখানে ছিলেন। সেই সময় সন্দেহভাজন ফিরে আসে এবং গুলি চালায়।

তবে সাংবাদিক বলে তাদের টার্গেট করা হয়েছে কি না সে বিষয়ে কিছু স্পষ্ট করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কিথ মেলভিন মোসেস নামক এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সে সশস্ত্র ছিল। গ্রেফতার করার সময় সন্দেহভাজন পুলিশের সঙ্গে সহযোগিতা করেনি বলে জানিয়েছে তদন্তকারীরা।

অরল্যান্ডোর পশ্চিমে অবস্থিত পাইন হিলসে গতকাল দুটি হামলায় নিহত তিনজনের কাউকেই এখনও শনাক্ত করা যায়নি। এক সংবাদ সম্মেলনে অরেঞ্জ কাউন্টি শেরিফ জন মিনা বলেন যে, সাংবাদিকরা স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি গাড়ির ভেতরে গুলি চালানোর বিষয়ে প্রতিবেদন করছিলেন, যখন সন্দেহভাজন ব্যক্তি অপরাধের দৃশ্যে ফিরে এসে আবার গুলি চালায়।

শেরিফ বলেন, সাংবাদিকদের উপর হামলা করার পর অভিযুক্ত বন্দুকধারী কিথ মোসেস (১৯) কাছের একটি বাড়িতে গিয়ে মেয়ে ও তার মাকে গুলি করে। মা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি সাংবাদিকদের পুলিশ ভেবে ভুল করেছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলেও জানান মিনা।