সূচি অনুসারে ওমান ‘এ’ বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে শনিবার দুবাই যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) করোনাভাইরাস ইস্যুতে সতর্ক বলে পিছিয়ে গেছে বাংলাদেশের দুবাই যাত্রা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা চার্টার্ড বিমানে বাংলাদেশ, ওমান ও শ্রীলঙ্কা দলকে একসঙ্গে দুবাই নিতে চায়। ফলে একদিন পিছিয়ে রবিবার ওমান ছাড়বে মাহমুদউল্লাহরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে গত ৩ অক্টোবর দেশ ছাড়ে বাংলাদেশ দল। একদিনের কোয়ারেন্টিন শেষে তিন দিন অনুশীলন করে শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে লাল-সবুজ জার্সিধারীরা।
নতুন সূচিতে রবিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে একদিন অনুশীলন করে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াই শেষে পরদিন আবার তারা ওমানে ফিরে যাবে। রবিবার আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।
ওমানে ফিরে ১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।