বিশ্বকাপ ক্রিকেটে ভিরাট কোহলির রেকর্ড গড়া ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে স্বাগতিক ভারত। ৩২৬ রানে ভারতকে আটকে ফেলার পর দক্ষিণ আফ্রিকার কাছ থেকে লড়াই আশা করেছিলো ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রত্যাশা পূরণ হওয়া দূরের কথা, ভারতীয় বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পন করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। মাত্র ২৭.১ ওভারেই ৮৩ রানে অলআউট হয়ে গেলো তারা। ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিলো স্বাগতিক ভারত।

দুই দলেরই সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত হয়েছে আগেই। আট ম্যাচের সবগুলি জিতে প্রথম রাউন্ডে শীর্ষে থাকা নিশ্চিত করে ফেলল ভারত।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রোহিত শর্মা। তার ব্যাটে ভর করে ৫.৪ ওভারেই ৬২ রান তুলে ফেলে ভারত। অবশ্য তাকে বেশি বাড়তে দেয়নি দক্ষিণ আফ্রিকার বোলাররা। দলীয় এই রানে কাগিসু রাবাদার বলে টেম্বা বাভুমার হাতে ক্যাচ দেয় ফেরেন রোহিত। মাত্র ২৪ বলে ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে, ৬টি চার ও ২ ছক্কায় ৪০ রান করে যান।

তার ঝড়ো সূচনায় ভারত পাওয়ার প্লে’তে ১ উইকেটে তোলে ৯১ রান। অবশ্য ৯৩ রানেই আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিলকে হারায় ভারত। তিনি ৪টি চার ও ১ ছক্কায় ২৩ রান করে কেশভ মহারাজের বলে বোল্ড হন।

সেখান থেকে বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার সবচেয়ে বড় জুটিটি গড়েন। তৃতীয় উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ১৩৪ রান। দুজনেই এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ২২৭ রানের মাথায় আয়ারকে ফিরিয়ে লুঙ্গি এনগিদি ভাঙেন বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি। আয়ার ৭টি চার ও ২ ছক্কায় ৭৭ রান করে যান।

আয়ার না পারলেও কোহলি আজ আর সেঞ্চুরি মিস করেননি। তিনি ১১৯ বলে ১০টি চারে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে শচীনের সঙ্গে যৌথভাবে হয়ে যান ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।

কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার (৫ই নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছে রোহিত শর্মার দল। কোহলি করেছেন অপরাজিত ১০১ রান। তাছাড়া ৭৭ রান এসেছে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে।

প্রথম ৫ ওভারেই ৬০ প্লাস রান। সবাই ধরে নিয়েছিলো, আজ হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সব রেকর্ড ভেঙে দেবে ভারত। কিন্তু স্বাগতিক দলের লাগাম টেনে ধরতে পেরেছিলেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। বিরাট কোহলি যদি সেঞ্চুরিটি করতে না পারতেন, তাহলে হয়তো ৩০০ রানের গন্ডি পার হওয়া নিয়েও শঙ্কা দেখা দিতে পারতো।

শেষ পর্যন্ত তিনি ১২১ বলে অপরাজিত থাকেন ১০১ রানে। মাঝে লোকেশ রাহুল ৮ ও সূর্যকুমার যাদব ৫ চারে ২২ রান করে ফেরেন। কিন্তু কোহলির সঙ্গে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। তাতে ভারত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রানের লড়াকু সংগ্রহ পায়।

রাহুলকে আউট করেন মার্কো জানসেন। আর সূর্যকুমারকে ফেরান তাব্রেইজ শামসি।