বাগদান সেরে ফেললেন ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এআর রহমানের মেয়ে খাতিজা রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খরব নিজেই নিশ্চিত করেছেন খাতিজা।
ইন্সটাতে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গত ২৯ ডিসেম্বর এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে। আমার পরিবার কিছু কাছের মানুষের উপস্থিতিতেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি আমরা।’
জানা গেছে, পাত্র রিয়াসুদ্দিন শেখ মোহাম্মাদ পেশায় অডিও ইঞ্জিনিয়ার। তিনিও একই পোস্ট শেয়ার করেছেন। তবে তার পোস্ট খাতিজার পরিচয় হিসেবে এআর রহমানের কথা উল্লেখ করেননি তিনি।
উল্লেখ্য, বাবার সঙ্গীত পরিচালনাতেই শো-বিজে ডেবিউ করেন খাতিজা। তখন তার মাত্র ১৪ বছর বয়স। গত বছর কৃতি শ্যাননের ছবি ‘মিমি’তেও ‘রক অ্যা বাই বেবি’ বলে একটি গান গেয়েছিলেন খাতিজা।
সূত্র : টিভি৯, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস।