বাংলাদেশের নাটকের এক পরিচিত মুখ অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী। ছোটপর্দার সফল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। অভিনয়গুণে ইতোমধ্যে শোবিজ অঙ্গনে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। টেলিভিশন হোক কিংবা অনলাইন সবখানেই তার জয়জয়কার।
অন্যদিকে, এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার অভিনীত সাম্প্রতিক সময়ের কাজগুলো দেখলেই সেটি সহজে বোঝা যায়। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। কখনও প্রেমিকার চরিত্রে, কখনও স্ত্রীর চরিত্রে আবার কখনও বা প্রতিবাদী নারীর চরিত্রে। নিজেকে প্রতিনিয়তই ভেঙে গড়ছেন এই অভিনেত্রী।
বর্তমানে এই দুই অভিনয়শিল্পী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে একটি অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী শোভন আনোয়ারের সঙ্গে একই মঞ্চে দেখা মিলবে তাদের।
রোববার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ফ্লোরিডার সেবর ল্যাটিনো রেস্তোরাঁয় ‘মিট অ্যান্ড গ্রিট’ নামের একটি লাইভ অনুষ্ঠানে অংশ নেবেন মেহজাবীন-ফারিণ-শোভন। সম্প্রতি আরটিভির ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন শোভন। সেখানে তিনি জানান, অনেক গান আর ভরপুর বিনোদনে আড্ডা দেবেন তারা।
অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর হিসেবে থাকছেন টিপু আলম এবং অ্যাডভাইজার হিসেবে রয়েছেন দিপু খান।