পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এর আগে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডও দিয়েছে ব্ল্যাকক্যাপসরা। তবে বিশ্বকাপ দলের কোনও সদস্য নেই বাংলাদেশ সফরের স্কোয়াডে।
নিউজিল্যান্ড স্কোয়াডে কারা আছেন আর কারা নেই, এনিয়ে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দিন শেষে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে এবং তাদের অর্জন বেশ সমৃদ্ধ, এটি নিয়েই ভাবনা বিসিবির। এজন্য প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের পূর্ণ শক্তি প্রয়োগ করে সিরিজ জয়ে চোখ টাইগার বোর্ডের। এমনটিই জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
মঙ্গলবার মিরপুরে নান্নু বলেন, ‘তিন ফরম্যাটেই নিউজিল্যান্ড আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। ওরা কাকে পাঠাচ্ছে এটা দেখার বিষয় নয়। আমরা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে উপস্থাপন করছি এটাই গুরুত্বপূর্ণ। নামটা কিন্তু নিউজিল্যান্ড, জাতীয় দলই আসছে।’
সঙ্গে যোগ করেন নান্নু, ‘আমাদের সেরা খেলাটা খেলতে চাই। কে আসছে কে আসছে না এটা দেখার বিষয় নয়। এই দলে যারা আছে তারাও অনেক অভিজ্ঞ। অনেক খেলোয়াড়ের টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। সুতরাং খাটো করে দেখার কোনো সুযোগ নেই।’
অস্ট্রেলিয়া সিরিজে বাজিমাত করে বাংলাদেশ। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও কী একই রকম থাকবে উইকেটের চরিত্র?
নান্নুর জবাব, ‘উইকেট, আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছুই বলতে পারছি না।’
আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ১ থেকে ১০ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে টম লাথামকে অধিনায়ক করে জায়গা দেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখ।