আবারো ধর্ষণের অভিযোগ উঠেছে সংগীতশিল্পী ক্রিস ব্রাউনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে গায়কের কাছ থেকে ২০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগে ওই তরুণী জানান, ঘটনাটি ঘটে ২০২০ সালের ডিসেম্বরে। ক্রিস ব্রাউন তাকে স্টার আইল্যান্ডে ডেকে পাঠান। সেখানেই তাকে পানীয় অফার করেন ব্রাউন। দ্বিতীয়বার পানীয় নেওয়ার পরেই অস্বস্তি বোধ করেন সেই তরুণী।

তরুণীর দাবি- কিছুক্ষণ পরই তাকে জোর করে বেডরুমে নিয়ে যান ক্রিস ব্রাউন। আর সেখানেই তার অনুমতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করেন গায়ক।

এ অভিযোগ সামনে আসার পর ক্রিস ব্রাউন ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন- যখনই আমার কোনো গান প্রকাশিত হয়, তখনই আমার সঙ্গে ওরা এরকম করে।

এর আগেও কয়েকবার বিতর্কে জড়িয়েছেন ক্রিস ব্রাউন। ২০০৯ সালে পপস্টার রিয়ানার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার বিরুদ্ধে রিয়ানাকে মারধরের অভিযোগ ওঠে। এরপর ২০১৯ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, ক্রিস ব্রাউনের জন্ম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। ২০০২ সাল থেকে তিনি পেশাদার সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন।