যুক্তরাষ্ট্রের মায়মীতে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মায়ামী’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ২০২২ তারিখ থেকে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মায়ামীতে বসাবাসরত প্রবাসী বাংলাদেশী বা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী তাদের সন্তানদের জন্ম নিবন্ধনের জন্য https://bdris.gov.bd/ br/application ভিজিট করে জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সাবমিট করতে হবে। পরবর্তীতে এই আবেদনের প্রিন্ট কপি, আবেদনকারীর ছবি এবং প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট ও ফি স্বশরীরে কনস্যুলেট অফিসে সাবমিট করতে হবে।

এতে আরো বলা হয়েছে, জন্মের ৪৫ দিন পর্যন্ত আবেদনে কোনো ফি প্রদান করতে হবে না। বয়স ৪৫ দিনের বেশি হলে $1.00 এর মানি অর্ডার বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি প্রদান করতে হবে।

আবেদনকারীর বাংলাদেশ পাসপোর্টের কপি আবশ্যিকভাবে সাবমিট করতে হবে। আবেদনকারী যুক্তরাষ্ট্রে জন্ম গ্রহণ করলে যুক্তরাষ্ট্রের জন্ম সনদ ও বাবা/মা এর বাংলাদেশ পাসপোর্টের কপি সাবমিট করতে হবে। পাশাপাশি সংযুক্ত নির্দেশিকা অনুযায়ী অন্যান্য ডকুমেন্ট সাবমিট করতে হবে।