বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামী মোবাইল কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করেছে। গত ০৪-০৫ মে (শনিবার ও রবিবার) জর্জিয়ার আটলান্টা শহরে মোবাইল কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে এই  সেবা প্রদান করে।

এ কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে প্রায় সাড়ে তিনশত সেবাপ্রার্থী সুশৃঙ্খলভাবে সেবা গ্রহণ করতে পেরেছেন। এ কনস্যুলার ক্যাম্প আয়োজনে সহায়তা প্রদান করার জন্য আটলান্টা সোনালী এক্সচেঞ্জের বোরহান উদদীনকে আন্তরিক ধন্যবাদ জানন।

এছাড়াও মাহবুবুর রহমান, মিজ্‌ সাকিরা বাচ্চি, জনাব ফারুক, এনামুল হক ও জনাব অভিষেকসহ ক্যাম্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের কনস্যুলেটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মোবাইল কনস্যুলেট সুস্ঠ ভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবার জন্য সমগ্র আটলান্টা বাসীকেও ধন্যবাদ জানান।