প্রবল বেগে আমেরিকার ফ্লোরিডার উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘ইডালিয়া’। বিধ্বংসী রূপে স্থানীয় সময় বুধবার সকালে ঝড়টি আঘাত হানতে পারে।

মঙ্গলবার রাতে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৭৭ কিলোমিটার। আঘাত হানার আগে ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ৪ হারিকেনে রূপ নিতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক ঝড় হতে চলেছে বলে সতর্ক করেছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার।

এরইমধ্যে ঝড়ের প্রভাব অঙ্গরাজ্যটির উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে বন্যা। বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে টাম্পা বে এলাকায়। সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ত্রাণ সহায়তা প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গভর্নর রন ডিস্যান্টিস। তিনি জানিয়েছেন, প্রায় সাড়ে ৫ হাজার ন্যাশনাল গার্ড সৈন্যকে প্রস্তুত রাখা হয়েছে। স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৩০,০০০ থেকে ৪০,০০০ বিদ্যুৎ কর্মী।