জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হচ্ছে মিউজিক্যাল ডকু ফিল্ম ‘রক্তমাখা সিঁড়ি’।
যেখানে অভিনয় করছেন অভিনেত্রী তারিন জাহান। গতকাল (৯ আগস্ট) এর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
জানা যায়, ধানমন্ডির বত্রিশ নম্বর রোড, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বেশ কিছু জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে।
মূলত এর আগে একই শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া। যা লিখেছেন সুজন হাজং এবং সুর-সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সে গানটি অবলম্বনেই তৈরি হচ্ছে ফিল্মটি।
তারিন বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। তাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করতেই এমন কাজে নিয়মিত অংশ নিতে চাই। আমি এখানে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি।’
গীতিকার সুজন হাজংয়ের প্রযোজনায় মিউজিক্যাল ডকু ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতী। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস।
সুজন হাজং জানান, কাজটি জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) তার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।