বলিউডের অন্যতম মেগাস্টার সালমান খান। গত ৩ দশক ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন বলিপাড়ায়। অর্থ বিত্তের নেই অভাব। তবুও নাকি এক কামরার ফ্ল্যাটে থাকতেই পছন্দ করেন অভিনেতা। গত দু’বছরে কোনও হিট্ দিতে পারেননি ভাইজান। যদিও ‘কিসি কি ভাই কিসি কি জান’ খানিকটা কান ঘেঁষেই বেরিয়ে গিয়েছে, তবে ‘অন্তিম’-এর ভরাডুবি হয়েছে বক্স অফিসে। অপেক্ষা এখন ‘টাইগার ৩’-এর জন্য। তবে এবার ব্যবসায় নামছেন সালমান।
শোনা যাচ্ছে, হোটেল ব্যবসায় নামছেন সালমান। মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডের অভিজাত লোকেশনে ১৯তলার একটি বিলাসবহুল হোটেল বানাচ্ছেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ খ্যাত এই অভিনেতা। ইতোমধ্যে হোটেলের ব্লু-প্রিন্ট অনুমোদনও পেয়েছেন তিনি। যেখানে গড়ে উঠবে অভিনেতার স্বপ্নের হোটেল। এটি পূর্বে স্টারলেট কো-অপারেটিভ হাউসিং সোসাইটি ছিল।
অনেক বছর আগেই অভিনেতা তার মা সালমা খানের নামে এই প্রপার্টি কিনেছেন। শুরুতে সেখানে একটি আবাসন গড়ার পরিকল্পনা থাকলেও, কিন্তু এখন সেই প্ল্যান বদলে ফেলেছেন সালমান।
জানা গেছে, এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনড হোটেলের উচ্চতা হবে ৬৯.৯ মিটার। অত্যাধুনিক এই হোটেলে থাকবে বিলাসবহুল জীবনের সমস্ত সুবিধা। প্রথম ও দ্বিতীয় তলে থাকবে ক্যাফে ও রেস্তোরাঁ, তৃতীয় তলায় থাকবে জিম ও সুইমিং পুল। চতুর্থ তলা ব্যবহৃত হবে সার্ভিস ফ্লোর হিসাবে। পঞ্চম ও ষষ্ঠ ফ্লোরে থাকবে ব্যাঙ্কোয়েট হল, কনভেনশন সেন্টার। সপ্তম থেকে ১৯তলা পর্যন্ত থাকবে হোটেল রুম।