যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হোটেল থেকে এক আফগান কমান্ডোকে গ্রেফতার করা হয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর সম্প্রতি তিনি পরিবার-পরিজন নিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন। খবর স্কাই নিউজের।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ১ সেপ্টেম্বর ভোরে ম্যানচেস্টারের ওই হোটেল অভিযান চালায় ব্রিটেনের সশস্ত্র পুলিশ সদস্যরা।

হোটেলটিতে সপরিবারে কোয়ারেন্টিনে ছিলেন আফগান ওই কমান্ডো। তবে, তাকে কেন গ্রেফতার করা হয়েছে- তা জানায়নি পুলিশ।

আফগানিস্তান থেকে প্রত্যাহার করা সেনা সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যে এসেছেন ওই কমান্ডো। এ পর্যন্ত ১৫ হাজার আফগানকে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য।