যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটে ২০১৭ সালে একটি মসজিদে বোমা হামলাকারী রূপান্তরকামী নারীকে ৫৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার আমেরিকান জাস্টিস ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে। এই নারী দ্য হোয়াইট র্যাবিটস নামে একটি মিলিশিয়া দলের নেতৃত্ব দেন।
৫০ বছর বয়সী এমিলি ক্লেয়ার হ্যারি গত বছর বোমা হামলা, ধর্মীয় স্থাপনায় ক্ষতি, প্রার্থনায় বাধাদানসহ মোট পাঁচটি অভিযোগে দোষী প্রমাণিত হন।
জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, হামলায় হ্যারিকে মাইকেল হ্যারি নামের পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি ইলিনয়েসের ক্লেয়ারেন্স এলাকায় একটি সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠীকে সংগঠিত করেন। তিনি মাইকেল ম্যাকহোর্টার ও জোয়ে মরিস নামের দুই ব্যক্তিকে নিজের সংগঠনে অন্তর্ভুক্ত করেন। তারা মিনেসোটার ব্লুমিংটনে দার আল-ফারুক ইসলামিক সেন্টারে ৫ আগস্ট হামলা চালায়। হামলায় কেউ হতাহত হয়নি।
২০১৯ সালের জানুয়ারি ম্যাকহোর্টার ও মরিস বোমা হামলায় দোষ স্বীকার করে। তাদের দুজনের শাস্তি এখনও ঘোষণা করা হয়নি। হ্যারি মামলা চালিয়ে যান।
সূত্র: এনডিটিভি