যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি মাঠে ফুটবল খেলা চলাকালীন গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়লে দশর্ক ও খেলোয়াড়রা দ্রুত মাঠ ত্যাগ করেন। এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স-১০।

এদিকে রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯:৫৬ মিনিটের দিকে রাজ্যের মোবাইল শহরের লাডি পিবলস স্টেডিয়াম উইলিয়ামসন-ভিগর দলের খেলার শেষ মুহূর্তে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। কোথা থেকে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।