বেশ কিছু পরিবর্তন এসেছে ফ্যাশন দুনিয়ায়। করোনা মহামারিতে অন্যতম ফ্যাশন অনুষঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে ফেস মাস্ক। এছাড়া হাইজিন মেনে চলা যায় এমন পোশাক ও অনুষঙ্গ বেছে নেওয়ার চেষ্টা করেছেন কমবেশি সবাই। বিশ্বজুড়ে বাতিল হয়ে গেছে বহু ফ্যাশন ইভেন্ট। ফলে ডিজাইনারদের নতুন সব কাজ প্রকাশের ধারাও ছিল অন্যবারের তুলনায় কম। এসব বাধা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে ফ্যাশন ইন্ডাস্ট্রি।এ বছর কেমন ফ্যাশন পছন্দ করছেন তরুণ-তরুণীরা? কেমন ট্রেন্ডই বা মাতাবে বিশ্ব? ভোগ এবং দ্য ট্রেন্ড স্পটার ম্যাগাজিন জানাচ্ছে সেটাই।

কালো মাস্কের ট্রেন্ড চলবে এ বছরকালো মাস্কের ট্রেন্ড চলবে এ বছর

ফেস মাস্ক থাকবে বছরজুড়ে। তবে রঙিন ও ঝলমলে মাস্কের বদলে কালো মাস্কের ট্রেন্ড চলবে এ বছর। এখন হচ্ছেও তাই।

আশির দশকের ঢিলা জ্যাকেট/ব্লেজারের চল ফিরে আসবে নতুন করে। কোন কোন দেশে তরুণরা দারুণ পছন্দ করেছে ব্যাপারটি।

গাঢ় রঙের সিল্কি ও ফ্লোরাল হেড স্কার্ফে চুল বাঁধতে পছন্দ করবেন ফ্যাশনসচেতনরা।

পোশাকে প্যাস্টেল রঙ প্রাধান্য পাবে।

সাদা রঙের হাই বুটের প্রচলন থাকবে বছরজুড়েই।

সাদা রঙের হাই বুটের প্রচলন থাকবে বছরজুড়েইসাদা রঙের হাই বুটের প্রচলন থাকবে বছরজুড়েই

ফ্যাশনে ফিরে এসেছে বাইকার লেদার জ্যাকেট।

বেলুন স্লিভ বা ফোলা হাতার পোশাকের প্রচলন দেখা যাবে।

ফিশনেটের আধিক্য বাড়বে ফ্যাশনে।