এক সীমানায় শুটিংয়ের সবরকমের সুবিধা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে অত্যাধুনিক ফিল্ম সিটি। যার বেশ অভাব আছে বাংলাদেশে।

সেই অভাব পূরণের লক্ষ্যে সম্প্রতি সাভারের ধামরাইতে সাড়ে তিন একর জমির ওপর গড়ে উঠলো ‘ফিল্ম ভ্যালি’।

এর অন্যতম উদ্যোক্তা নির্মাতা ইভান মনোয়ার জানান, ১ জুলাই থেকে এই ফিল্মসিটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

তিনি জানান, বড় শুটিং ফ্লোর, ক্রোমা স্টুডিও, কটেজ, হসপিটাল, থানা, ইউনিভার্সিটি ক্যাম্পাস, এয়ারক্রাফট ল্যান্ডিং সুবিধাসহ ফাইভ স্টার মানের সকল সুবিধা রয়েছে এই ফিল্ম সিটিতে।
শুটিংয়ে জন্য রুমশুটিংয়ে জন্য রুম

‘ফিল্ম ভ্যালি’র বিভিন্ন ফ্লোর, স্টুডিও’র নামকরণ করা হয়েছে ফিল্মের গুণীজনের নামে। যেমন- রাজ রাজ্জাক ফ্লোর, চিত্রনায়ক জসিম ফ্লোর, জহির রায়হান স্টুডিও, চিত্রনায়ক সালমান শাহ স্টুডিও, চিত্রনায়ক জাফর ইকবাল কটেজ, মহানায়িকা সুচিত্রা সেন মেকআপ রুম ইত্যাদি।

ইভান মনোয়ার আরও জানান, টিভিসি, টিভি নাটক, ওভিসি, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, ফিল্ম, ধারাবাহিক নাটক, স্টিল ফটোশুটসহ যাবতীয় প্রজেক্ট করা যাবে এই ফিল্ম সিটিতে।
শুটিংয়ের খোলা প্রান্তরশুটিংয়ের খোলা প্রান্তর

এতে শুটিং করার জন্য নির্মাতা, প্রযোজক, শিল্পীরা শুটিং করার জন্য যোগাযোগ করতে পারবেন ফিল্ম ভ্যালি’র ওয়ান স্টপ সার্ভিস নম্বর ও ফেসবুক পেজে।