মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে উৎসবের ছোঁয়া লেগেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে। বিভিন্ন স্টেটে বসবাসকারী বাংলাদেশিরা নানান কর্মসূচির মধ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। করোনা মহামারীর এই সময়েও বিশেষ সতর্কতা মেনে এসব কর্মসূচি পালিত হচ্ছে।

ফ্লোরিডায় দু’দিনব্যাপী একটি উৎসবে অংশ নেয় নারী ফ্লোরিডার কর্মকর্তা ও সদস্যরা। বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার উদ্যোগে সেখানে একটি অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। সেখানে ফুল দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান দলমত নির্বিশেষে। নারী ফ্লোরিডার সভাপতি সোনিয়া মান্নানের নেতৃত্বে এসময় একটি প্রতিনিধি দল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন ফ্লোরিডার ডেমোক্রেটিক পার্টির চেয়ারপার্সন টেরি রেজ্জো। বয়নটন বিচের সারা সিমস পার্কের সেই আয়োজনে নারী ফ্লোরিডার কর্মকর্তাদের অন্যান্যের মধ্যে সহসভাপতি সোমানা মালিক, সহসভাপতি হাসি করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে একটি আলোচনা পর্বে অংশ নেন তারা। নারী ফ্লোরিডা সভাপতি সোনিয়া মান্নান এসময় বলেন,”অনেক ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। প্রিয় দেশ এখন গোটা বিশ্বের রোল মডেল। পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি না কেন, বাংলাদেশ আমাদের হৃদয়ে থাকে”।

সোনিয়া মান্নান নারী ফ্লোরিডা সংগঠনটির কার্যক্রম বর্ণনা করতে গিয়ে বলেন, “বাংলাদেশের দু:স্থ্য নারীদের সহায়তায় এরিমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে”। মহিলা পরিষদের সহায়তায় কয়েকজন নারীর বিবাহ সহায়তা ও সেলাই মেশিন দেয়ার কথাও উল্লেখ করেন তিনি। সংগঠনের মূল প্রতিপাদ্য “মানবতার জন্যে”। অসহায় মানুষের পাশে সবসময় থাকার প্রতিজ্ঞার কথাও তুলে ধরে সবার সহায়তা চান তিনি।