যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’র (ফোবানা) ৩৫তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর।
সম্মেলনের আয়োজক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস) জানিয়েছে, নতুন প্রজন্মের অঙ্গীকার সামনে রেখে এবারে ফোবানার স্লোগান ‘অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব’।
এসময় জানানো হয়, এবারের ফোবানা সম্মেলনের ভেন্যু গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র। সম্মেলনে দেশ ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন।
আয়োজকরা জানিয়েছেন, ৩৫ তম ফোবানার সকল প্রস্তুতি শেষের দিকে। প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে বীরত্বগাঁথা নতুন সংযোজিত হয়েছে। শফিকুল ইসলাম ও দিলশাদ চৌধুরীর গ্রন্থনা পরিকল্পনায় ‘বাই’-এর পরিবেশনায় বীরগাঁথা এবারের ফোবানার সেরা আকর্ষণ যা ২৬ নভেম্বর পরিবেশিত হবে।
এবার নানান ধর্মের স্কলারদের নিয়ে ইন্টারফেইথ নামে একটি সম্মেলন হতে যাচ্ছে ফোবানাতে ২৮ নভেম্বর দুপুর ২টায়। সঞ্চালক সুখেন জোসেফ গোমেজ ও মোহাম্মদ শহিদুল্লাহর পরিচালনায় ইন্টারফেইথ, পিস ডায়লগ, প্যানেল ডিসকাশন,মেডিটেশন,এওয়ার্ড সিরিমনি, ইন্টফেইথ কুয়েশ্চন আনসার, হারমনি সেমিনারে ৯ জন ভিন্ন ধর্মের স্কলার, রিলিজিয়াস প্রফেসররা অংশ নিচ্ছেন। এটি ফোবানার ৩৫তম আসরের অন্যতম আকর্ষণ।
চলতি বছর প্রধান অতিথি হিসাবে থাকছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোজাম্মেল হক। ৩৫ তম ফোবানার কনভেনর জি আই রাসেল, মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমেদ ও ফোবানা চেয়ারম্যন জাকারিয়া চৌধুরী এরই মধ্যে ঢাকা, মায়ামী, আটলান্টা, ডালাস, নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে জনসংযোগ করেছেন। ব্যাপক সাড়া পড়ে গেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে। অনেক বাংলাদেশী অতিথি এবার আসছেন। সাথে দেশের সুপারস্টার শিল্পীদের তালিকাও দীর্ঘ। সাবিনা ইয়াসমিন, জেমস, রবি চৌধুরী, সফি মণ্ডল, তাহসান, পারভেজ, লুইপাসহ এ তালিকা দীর্ঘ হয়েছে। প্রায় ৫০ জন তারকা থাকছেন ফোবানার তিনদিনের কনভেনশনে।
এ বছরের ফোবানাকে সামনে রেখে ফ্যাশন শোসহ নানা ইভেন্টের কাজ চলছে, অনেক কাজ এগিয়ে গেছে। সাউন্ড, মিউজিক, ম্যাগাজিন ও স্পন্সরশিপের কাজ শেষ ধাপে। এবারই প্রথম স্বপ্রণোদিত হয়ে প্রবাসীরা ফোবানাকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করছেন। সুদৃঢ় নেতৃত্ব একটি সফল ফোবানার মুল চালিকাশক্তি। ফোবানার মুল পর্দা উঠতে যাচ্ছে ২৬ নভেম্বর মেরিল্যান্ডের গেলর্ড পাম রিজোর্টে।
করোনাকালীন বিধিনিষেধের বাধা পেরিয়ে এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩৫তম আসর। তাই ফোবানার হোস্ট কমিটির সবগুলো সাব কমিটি কাজ করছে। চলছে নানান পারফরমেন্সের রিহার্সেল। ফ্যাশন শো, মিস ফোবানা, বইমেলা, ম্যাগাজিন, বিজনেস লাঞ্চসহ নানান ইভেন্টের প্রস্তুতি চলছে। ফোবানা কনভেনর জি আই রাসেল ও মেম্বার সেক্রেটারি সাংবাদিক লেখক শিব্বীর আহমদ সম্প্রতি ফ্লোরিডাতে সফলভাবে জনসংযোগ করেছেন। প্রবাসীদের মাঝে প্রচুর সাড়াও পেয়েছেন।
ফোবানা আর্টিস্ট ও অতিথিও চুড়ান্ত করা হয়েছে। পুরো তিনদিন পুরো বাংলাদেশকে তুলে ধরা হবে নানাভাবে। ফোবানার এবার অনেকগুলো নতুন নতুন সেগমেন্ট যুক্ত করা হয়েছে। ফোবানা সংক্রান্ত যে বিষয়ে মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমদের সাথে ২০২ ৭০৫ ৭৯০০ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
মিস ফোবানা, বইমেলা, ফোবানা আইডল শো, বিজনেস মিটিং,সেমিনারসহ মোট ৩০/৪০টি নানা আইটেমে ভরপুর থাকবেন তিনদিনের ফোবানার প্রতিটি ঘণ্টা। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত গ্যা লর্ড পাম্পের কনভেনশন সেন্টার মুখরিত থাকবে প্রবাসী বাংলাদেশীদের পদচারণায়। ফোবানার এবার শীতের মৌসুমে হওয়ার কারণে প্রবাসীদের মাঝে অন্যরকম আবেদন। ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের নানান সংগঠন এবার ফোবানাতে যৌথভাবে পারফর্ম করবে। ফোবানা নিয়ে বিভ্রান্ত না হতে মিডিয়া কমিটির পক্ষ থেকে সব মহলকে আহ্বান জানানো হচ্ছে।
করোনার কারণে এবার সেপ্টেম্বর থেকে নভেম্বরে তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৬-২৮ নভেম্বর মুল ফোবানা ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি’ আয়োজন করছে। সেখানে সংযুক্ত আছেন ফোবানার দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি নেতৃত্বই। চেয়ারম্যান্ হিসাবে আছেন কমিউনিটি লিডার জাকারিয়া চৌধুরী। ফোবানা সংশ্লিস্ট আপডেট জানতে কনভেনর জি আই রাসেলের সঙ্গে ২০২ ৫৭৭ ১৪০০ নম্বরে যোগাযোগ করা যাবে।
এবারের ফোবানায় বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সাথে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়্ এ্যালামনাই সোসাইটিগুলোর কার্যক্রম। ফোবানা নানা আপডেট জানাতে ওয়াশিংটন ফোবানার ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে। সারা আমেরিকার প্রবাসী ভেন্ডররা ফোবানায় যুক্ত হয়ে বিজনেস প্রমোশনের সুযোগ নিতে পারবেন শেষ মুহূর্ত পর্যন্ত। fobana2021dc@gmail.com। মিডিয়া সংশ্লিষ্ট যেকোন আপডেট জানতে কো-চেযারপারসন জুয়েল সাদাতের ৪০৭ ৮৩২ ২৮৮২ ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।