‘নিরব এলাকা’ ঘোষণা করা হবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। বিমানবন্দরের উত্তরে এক কিলোমিটার এবং দক্ষিণে এক কিলোমিটার পর্যন্ত ‘নীরব এলাকা’র আওতায় থাকবে। আসছে পহেলা অক্টোবর থেকেই এটা কার্যকর হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শব্দদূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনে এলাকা ভেদে শব্দের মাত্রা নির্ধারণ করা থাকলেও, তার প্রয়োগ নেই। ঢাকার রাজপথ মানেই যানবাহনের উৎকট হর্নের অত্যাচার। কোনওভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শব্দদূষণ।

২০০৬ সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা এ জাতীয় প্রতিষ্ঠানের আশপাশের ১০০ মিটার পর্যন্ত জায়গাকে ‘নীরব এলাকা’ বলা হয়েছে। সে এলাকায় যানবাহন চলাচলের সময় হর্ন বাজানো নিষেধ।

অথচ বাস্তবতা ভিন্ন। স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় ৭৭টি রাস্তার সংযোগস্থলে শব্দের গড় মাত্রা পাওয়া গেছে ৯০.২৯ ডেসিবল। কোথাও শব্দসীমা মানা হচ্ছেনা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্র“প ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, সংশ্লিষ্ট আইন কার্যকরে এবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নীরব এলাকা ঘোষণা করতে যাচ্ছে সরকার।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওায়না হাসান বলেছেন, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় নির্ধারিত শব্দ মান মেনে চলতে ব্যবস্থা নেয়া হবে।

একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক পণ্য যেমন পানির বোতল, গ্লাস কাপ- বিমানবন্দরে ব্যবহার বন্ধের পদক্ষেপ নেয়া হবে বলেও জানান উপদেষ্টা।