নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪শে সেপোটম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকালে জাতিসংঘ সদর দপ্তরে সৌজন্য সাক্ষাতকালে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে জাতিসংঘকে আরও জোরালো ভূমিকা নেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করার আগ্রহ দেখিয়েছে জাতিসংঘ।
এ সময় জাতিসংঘের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ফটোসেশনে অংশ নেন।