ফিফার স্বতন্ত্র নৈতিকতা-বিষয়ক কমিটির বিচার শাখা দুর্নীতি ও অনিয়য়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে ফিফার দেয়া এক মিডিয়া রিলিজ থেকে এ তথ্য জানা যায়।

শাস্তি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বাফুফের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদিও আছে। বাবুফের সাবেক সাধারণ সম্পাদাক আবু নাঈম সোহাগকে আগামী তিন বছর ফুটবল বিষয়ক কোন কাজে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। এর আগে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিলো সংস্থাটি। পাশাপাশি সোহাগকে বাংলাদেশি টাকায় ২৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

একই সঙ্গে বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং সাবেক অপারেশন ম্যানেজার মিজানুর রহমানকে ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি বারো লাখ আশি হাজার টাকা জরিমানা করেছে ফিফা।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং অর্থ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীকে দশ হাজার সুইশ ফ্রাঙ্ক বা বারো লাখ আাশি হাজার বাংলাদেশি টাকা জরিমানা করেছে ফিফা।

মিডিয়া রিলিজে ফিফা জানায়, তাদের বিচার শাখার সামনে উপস্থাপিত সব তথ্য প্রমাণ যাচাই করে এবং এ বিষয়ে যথাযথ শুনানি শেষেই তারা এমন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।