অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার এই সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে আরব আমিরাতের মাটিতে যুবাদের এশিয়া কাপের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। পরের দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশের যুবারা খেলবেন ‘বি’ গ্রুপে আফগানিস্তান (২৯ নভেম্বর), নেপাল (১ ডিসেম্বর) ও শ্রীলঙ্কার (৩ ডিসেম্বর) বিপক্ষে। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক আরব আমিরাত, জাপান, ভারত ও পাকিস্তান। যুব এশিয়া কাপের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ।
সবশেষ আসরের চ্যাম্পিয়নরা এই ম্যাচে খেলবে সাবেক চ্যাম্পিয়ন আফগানদের বিপক্ষে। সেদিনই আরেক ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাঁচবারের রানার্স আপ শ্রীলঙ্কা। ৬ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ৮ ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।