আর্জেন্টিনার জাতীয় গ্রিডে আগুন লাগায় দেশটির অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বুয়েনস আইরেস, অন্যান্য বড় শহর এবং গ্রামাঞ্চলের বড় অংশ সম্পূর্ণ বা আংশিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

প্রতিবেদনে বলা  প্রাথমিকভাব জানা গেছে একটি মাঠ থেকে ওই আগুনের সূত্রপাত হয়। যা মাঠ থেকে উপর দিয়ে যাওয়া দেশটির ‘কোস্টাল জোনের’ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় বড় কোন বিপদ এড়াতে একটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাধ্য হয়ে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে এরইমধ্যে বিদ্যুৎ না থাকায় কয়েকটি অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানও। বিদ্যুতের বিভ্রাটের কিছু অঞ্চলে দৈনন্দিন জীবনকে স্থবির হয়ে পড়েছে।

প্রধান শহরগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আনুমানিক ১৫০,০০০ মানুষ এখনও বুয়েনস আইরেস মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎবিহীন। তবে শীঘ্রই বিদ্যুৎ পুনরুদ্ধারের কথা জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রনালয়।

এ ধরনের বিদ্যুৎ বিপর্যয় আর্জেন্টিনায় এর আগেও ঘটেছে। ২০১৯ সালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে আর্জেন্টিনা এবং প্রতিবেশী উরুগুয়ের লাখ লাখ মানুষ অন্ধকারে নিমজ্জিত হন।