যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে ফুটবল খেলার পর গুলিতে চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১১ অক্টোবর) মিসিসিপি রাজ্যের ছোট্ট শহর লিল্যান্ড-এর মূল সড়কে মধ্যরাতের দিকে এই গুলির ঘটনা ঘটে।
শহরটি রাজ্যের রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১২০ মাইল (১৯০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত। লিল্যান্ডের মেয়র জন লি বিবিসিকে এই তথ্য জানান।
মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্সের জানান, লেল্যান্ডের কেন্দ্রস্থলে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলার পর গুলি চালানোর ঘটনাটি ঘটে, যেখানে খেলা দেখতে অনেক মানুষের ভিড় হয়েছিল।
শহরের মেয়র জন লি হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ এবং আহতদের গ্রিনভিলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যেও চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হেলিকপ্টারে করে রাজ্যের রাজধানী জ্যাকসনের ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
এরআগে লেল্যান্ডে স্কুল ক্যাম্পাসে কখনো গুলি চালানোর ঘটনা ঘটেনি উল্লেখ করে মেয়র জন লি আরও বলেন, ‘এটি এমন একটি অনুষ্ঠান যা আমরা বছরের পর বছর ধরে প্রতি বছর আয়োজন করে আসছি এবং কখনও এই ধরণের কোনও ঘটনা ঘটেনি।
তিনি বিবিসিকে বলেন, ‘আর আমরা এমন একটি শহর যেখানে অপরাধ বেশি নয় এবং মাত্র ৩ হাজার ৭০০ জন মানুষ বাস করে এখানে। আমরা সবাই মিলেমিশে থাকি এবং সবাই সবাইকে চেনে। তাই এটি অবশ্যই আমাদের জন্য একটি ট্র্যাজেডি।’
এ ছাড়াও, শুক্রবার রাতে মিসিসিপির আরও একটি ছোট শহর হাইডেলবার্গ-এ প্রাণঘাতী গুলির ঘটনা ঘটে। লিল্যান্ড থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত হাইডেলবার্গ শহরেও তাদের ‘হোমকামিং’ সপ্তাহান্তে এই হামলা হয় এবং এতে দুজন নিহত হন বলে হাইডেলবার্গ পুলিশের প্রধান কর্নেল হোয়াইট অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন।
তবে লিল্যান্ড এবং হাইডেলবার্গ-এর গুলির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।