ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুর একটি জনসভায় পদদলিত হয়ে ৮ জনের মারা গেছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
গতকাল (বুধবার) রাত ৮টায় ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর একটি রোড শো চলাকালীন নেলোর জেলার কান্দুকুরু শহরের গুন্দমকাত্তা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা। একটি রোড শো’র পর বক্তব্য রাখতে শুরু করেন নাইডু। এতে মুখ্যমন্ত্রীর এই সভায় হাজির হয়েছিলেন কয়েক হাজার দলীয় কর্মী। এসময় টিডিপি কর্মী সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পদদলিতের ঘটনাটি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড়ের মধ্যে সিমেন্টের একটি রেলিং ভেঙ্গে যায় এবং অনেকে পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খোলা ড্রেনেজ খালে পড়ে যায় এবং এতে আটজন মারা যায়। এছাড়া আহত কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এই মর্মান্তিক ঘটনার পর অবিলম্বে সভা বাতিল করেন চন্দ্রবাবু নাইডু। পরে তিনি হতাহতদের দ্রæত হাসপাতালে পাঠানোর জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। মৃতদের আত্মীয়দের জন্য ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
অন্যদিকে, টুইট করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নারা লোকেশ জানান, ‘টিডিপি কর্মীদের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের উন্নত চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
মূলত মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা জনবিরোধী কাজের অভিযোগ তুলে সম্প্রতি অন্ধ্রপ্রদেশজুড়ে ‘রোড শো’ শুরু করেছেন বিরোধী দলনেতা চন্দ্রবাবু। যার জেরে বিভিন্ন এলাকায় শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে টিডিপির নেতা-কর্মীদের সংঘর্ষ ও উত্তেজনা চলছে।