ভারতের কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে চলমান বিক্ষেভের পরিধি দিন দিন বাড়ছে। ভারতজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
তবে, রোগীদের সেবা ঠিক রাখতে ভিন্নধর্মী প্রতিবাদে নেমেছে চিকিৎসকরা। দিল্লির সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান ইনিস্টিটিউটের চিকিৎসকরা আজ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে রোগী দেখার কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।
দিল্লির রেসিডেন্ট চিকিৎসকদের অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, আংশিকভাবে বর্হিবিভাগে চিকিৎসা চালু করার কথা ঘোষণা করেছেন দিল্লির চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনের পথে বসেই তাঁরা চিকিৎসা করবেন। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অবস্থা কতখানি বেহাল, সেই ছবি তুলে ধরতেই এমন প্রতিবাদের সিদ্ধান্ত। যেহেতু মানুষের সেবা করার শপথ নিয়ে তারা কর্মক্ষেত্রে এসেছেন, সেই কথা মাথায় রেখেই প্রতীকী ওপিডির ব্যবস্থা করেছেন দিল্লির চিকিৎসকরা।
তাদের একটাই দাবি, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করে বিশেষ আইন আনতে হবে সরকারকে। নির্মাণ ভবনের সামনে যেন চিকিৎসা করার সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা রাখা যায়, সরকারের কাছে সেই আবেদনও জানিয়েছেন চিকিৎসকরা।