মহাসচিবসহ বিএনপির সিনিয়র নেতারা কারাগার থেকে মুক্ত হবার পর আন্দোলন আরও গতি পাবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সাথে বেগবান হবে সরকার পতনের এক দফার কর্মসূচিও। আজ বৃহস্পতিবার(১৫ই ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন. ৭ই জানুয়ারি নির্বাচন নয়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কাউন্সিল হয়েছে। ফলে গোটা বাংলাদেশ আওয়ামী লীগের জিম্মি হয়ে পড়েছে। সরকার বিদেশিদের কাছে মিথ্যাচার করছে। সরকার পরিকল্পিতভাবে দেশে ন্যায়ের বদলে কায়েম করেছে অন্যায়ের রাজত্ব করছে বলে ও জানান তিনি।
রিজভী বলেন, ‘গত ১৬ বছরে গণতন্ত্র নয়, স্বৈরাচারের নিষ্ঠুর সাজা ভোগ করছে দেশের মানুষ। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার আবারও পানির দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। জনগণের পকেট কাটার পরিকল্পনা সরকারের। অযৌক্তিকভাবে ওয়াসার পানির দাম বাড়লে জনগনের ওপর চাপ বাড়বে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতা শুরু করেছে। অর্থনৈতিক সংকট শুরু হয়েছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘লুটপাট দখলের টার্গেটে বিরোধী দলের নেতাকর্মীদের তৃণমূল থেকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে। সারাদেশে হামলা-নির্যাতন বাড়িয়েছে। সরকার ১৬ বছরে নিজেদের লোকদের দিয়ে প্রশাসন সাজিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দলীয় আচরণ করছে।’