অবশেষে নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন  রাফিয়াত রশিদ মিথিলা। আগামী ১৭ জুন তার অভিনীত ‘অমানুষ’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। যেখানে মিথিলা জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে।

গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায়। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে যায়। অবশেষে সিনেমা হলে আসছে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’।

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

গত বছর পহেলা এপ্রিল বান্দরবানে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং সম্পন্ন হয়। এই সিনেমার জন্য নিরবকে বাস্তবেও লুক বদলাতে হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ, চরিত্রটি অমানুষের।