আজ শনিবার (১০ই সেপ্টেম্বর) কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মবার্ষিকী। নোয়াখালীর দৌলতপুরে ১৯৪১ সালের ১০ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি।

এটিএম শামসুজ্জামান পড়াশোনা করেছেন ঢাকার পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল ও রাজশাহীর  লোকনাথ হাইস্কুলে। ২০২১ সালের ২০শে ফেব্র“য়ারি এই কিংবদন্তি অভিনেতা মৃত্যুবরণ করেন।

১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। চিত্রনাট্যকার হিসেবে তিনি প্রথম কাজ করেন ‘জলছবি’ সিনেমায়। এরপর শতাধিক সিনেমার চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন একুশে পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে এটি এম শামসুজ্জামানের সিনেমায় অভিষেক ঘটে। ১৯৭৬ সালে আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খলনায়ক হিসেবে তাঁর আত্মপ্রকাশ। সিনেমার পাশাপাশি অসংখ্য নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

বরেণ্য এ অভিনেতা পরিচালনাও করেছেন। তার পরিচালিত সিনেমা ‘ইবাদত’। জীবদ্দশায় পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

২০২১ সালের আজকের এই দিনে সকাল ৯টার দিকে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।