আবাসিক হোটেলে এক অভিনেত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পড়লেন দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছেলে এবং বর্তমান সুপারস্টার মহেশ বাবুর ভাই নরেশ বাবু। স্ত্রী রাম্যার কাছে ধরা খাওয়ার পর বেশ হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণী এই অভিনেতা।

রোববার (৩ জুলাই) মহিশূরের একটি হোটেলে অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে ছিলেন নরেশ বাবু। তখনই সেখানে পৌঁছে যান তার স্ত্রী রাম্যা। এরপরই ঘটে তুলকালাম কাণ্ড! আর এ নিয়ে একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, লিফটের কাছে গিয়ে স্ত্রীর সঙ্গে মজা করছেন নরেশ। আর এতেই মেজাজ হারিয়ে স্বামীর দিকে তেড়ে যান স্ত্রী রাম্যা। স্বামী ও তার প্রেমিকাকে জুতাপেটা করতে উদ্ধত হন তিনি। এ সময় পুলিশ অফিসাররা তাকে আটকানোর চেষ্টা করেন।

জানা গেছে, নরেশের তৃতীয় স্ত্রী রাম্যা। বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকছেন। অন্যদিকে, সুচেন্দ্র প্রসাদের সঙ্গে দাম্পত্যের ইতি টেনেছেন পবিত্রা। তারাও আলাদা থাকছেন।

প্রসঙ্গত, দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছেলে এবং সুপারস্টার মহেশ বাবুর ভাই নরেশ বাবু। বেশ কিছুদিন ধরেই তিনি বেশ চর্চিত। তার ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জলঘোলা হচ্ছে। অভিনেতার দাবি, সব ভুয়া। তার স্ত্রী রম্যা এসব গুজব ছড়াচ্ছে।

ভিডিও বার্তায় নরেশ জানান, তার স্ত্রী রাম্যাই এসব ভিত্তিহীন খবর রটাচ্ছে। একই কথা জানান অভিনেত্রী পবিত্রা লোকেশও।

কিন্তু এর মধ্যেই পুলিশকে নিয়ে হোটেলে হাজির হন রাম্যা। তার অভিযোগ, নরেশ পরকীয়া সম্পর্কে লিপ্ত। পবিত্রার সঙ্গে স্বামী নরেশের সম্পর্ক রয়েছে বলে সংবাদমাধ্যমে অভিযোগ করেন তিনি। গোপনে পবিত্রাকে বিয়ে করেছেন নরেশ, এমন দাবিও করেছেন তিনি।