বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামী আগামী ১ ও ২ জুন (শনিবার-রোববার) ফ্লোরিডার অরল্যান্ডো শহরে মোবাইল কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে কনস্যুলার সেবা প্রদান করবে।
সেবার ধরণঃ
• নো ভিসা রিকোয়ার্ড (NVR) এনডোর্সমেন্ট
• ভিসার আবেদন
• পাওয়ার অব অ্যাটর্নি (POA)/ সত্যায়ন (Attestation)
• অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন
• দ্বৈত নাগরিকত্বের (Dual Nationality Certificate- DNC) আবেদন গ্রহণ
• ট্রাভেল পারমিট (যাদের বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ অতিক্রান্ত হয়েছে এবং জরুরি ভিত্তিতে বাংলাদেশে যেতে হবে কেবল তাদের জন্য)
সেবা প্রদানের স্থান:
Bombay Bazaar, 11741 S Orange Blossom Trl, Orlando, FL 32837
সেবা প্রদানের সময়:
শনিবার, ১ জুন ২০২৪: সকাল ১০টা থেকে বিকাল ৬টা
রবিবার, ২ জুন ২০২৪: সকাল ১০টা থেকে বিকাল ৩টা