প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চলিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রিজার্ভ পরিস্থিতিও এখন উন্নতির পথে। বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা ইতোমধ্যে ঋণ ও অনুদান হিসেবে প্রায় ৮ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রোববার (১৭ই নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবর নাগাদ রাজস্ব আদায়ে পৌনে ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজেটে বিপুল রাজস্ব ঘাটতি ছিল। যে কারণে এবার শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক বেড়ে যায়। রাজস্ব আদায়ে গতি আনতে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করা হচ্ছে।

‘আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ, ইউএনডিপি ইত্যাদির প্রধানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তারা আগ্রহ দেখিয়েছেন।’

তিনি বলেন, বন্ধু রাষ্ট্রগুলি শুধু যে আমাদের বড় অংকের সাহায্য নিয়ে আসছে তাই নয়, এই সাহায্য দ্রুততম সময়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছে। এই সাহায্য আসা শুরু করলে অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হয়ে এগিয়ে আসবে।

ড. ইউনূস জানান, প্রবাসী বাংলাদেশিদের দেশে বেসরকারিখাতে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের মূলে বেসরকারি খাত। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান দুই শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বিনিয়োগকারীদের উদ্বেগ নিরসনে ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে।