অর্থপাচার ও আত্মসাতের মামলায় ডক্টর মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। মামলাটি বিচারের জন্য বদলি করা হয়েছে বিশেষ জজ আদালত-৪ এ। আগামী ২মে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ইউনূসের আইনজীবীর অভিযোগ, মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাকে। দুদক আইনজীবী জানান, আদালতে এসে ব্যক্তিগত ক্ষোভ ঝারছেন ইউনূস ও তার আইনজীবী। তবে ডক্টর ইউনূসের দাবি দেশে আইনের শাসন নেই।

আজ মঙ্গলবার (২রা এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজের আদালতে শুনানি শেষে এ চার্জশিট গ্রহণ করেন।  সেই সাথে আগামী ২ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর আগে দুপুর পৌনে ১টার দিকে আদালতে আসেন ড. ইউনূসসহ অন্যান্য আসমিরা।

মামলায় অভিযুক্তরা হলেন-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।