আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, অসাধু ব্যবসায়ীদের রক্ষা করতে বিএনপি এখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য সরকারকে দোষ দেয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যতো ভালো কাজই করুক না কেনো, বিএনপির চোখে সব কাজই খারাপ।
রোববার (১৮ ই ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মাহাবুবউল আলম হানিফ বলেন, নেতৃত্ব সংকটের কারণে বিএনপি ভুল রাজনীতির মধ্যেই শুধু ঘুরপাক খাচ্ছে।
মাহাবুবউল আলম হানিফ বলেন, বিএনপি এখন নেতৃত্ব সংকটে রয়েছে। ভুল রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে তারা। সন্ত্রাস, হত্যা ও নাশকতার মতো কর্মকাণ্ড রাজনীতির অংশ হিসাবে বিবেচিত হয় না। গত ১৫ বছর ধরে বিএনপি বাস-ট্রেনে আগুন দিয়ে সরকারি সম্পদ ধ্বংস করেছে।
এসময় হানিফ বলেন, বিএনপি সম্প্রতি যেসব কর্মকাণ্ড করেছে, তার দায়ভার দলের সিনিয়র নেতাদের নিতে হবে। কারণ তাদের নির্দেশ ছাড়া তো কর্মীরা এই কাজ করতে পারে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, প্রফেসর ডা. মুসতানজিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ অন্যান্যরা।