অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে হালকা একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই দমকলকর্মী। অস্ট্রেলিয়ার কিছু অংশ বর্তমানে দাবানল মোকাবিলা করছে এবং নিহত কর্মীরা এ সংক্রান্ত কাজেই যুক্ত ছিলেন। রোববার (৫ই নভেম্বর) সকালে এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স ও দ্যা গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।

জরুরি সেবা কর্তৃপক্ষ স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে (জিএমটি ০৪:৩০) উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে প্রত্যন্ত ম্যাককিনলি শহরের কাছে সেটি বিধ্বস্ত হয়।

কুইন্সল্যান্ডে এ সপ্তাহে দাবানল নিয়ন্ত্রণে ফায়ারফাইটারদের লড়াই করতে হয়েছে। দাবানলে দুই জনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন বাড়িঘর আগুনে পুড়ে গেছে। দাবানলের হাত থেকে রক্ষা করতে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়।

দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ছোট ওই উড়োজাহাজটি ভাড়া করেছিল।

নিহত তিন ফায়ারফাইটারের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস।