টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনোর পর সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাট করে ১৪০ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রসী ব্যাট করেছেন দুই অজি ওপেনার। ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড মিলে পাওয়ার প্লের ৬ ওভারেই স্কোরবোর্ডে তোলেন ৫৯ রান। এরপর সপ্তম ওভারের খেলা শেষ না হতেই বৃষ্টি নামলে বন্ধ ছিল খেলা। বৃষতির পর খেলা আবার মাঠে গড়ালে দ্রুত দুই উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ হোসেন। তবে অজিদের দ্রুত রান তলা থামাতে পারেনি টাইগারর বোলাররা। এদিকে ১১.২ এভারে অস্ট্রেলিয়ার দলীয় রান যখন ২ উইকেট হারিয়ে ১০০ তখন আবার বৃষ্টির বাঁধায় বন্ধ হয় খেলা। এরপর আর খেলা শুরু করা যায়নি। ফলে বৃষ্টি আইনে ২৮ রানে ম্যাচটি জিতে নিয়েছে মিচেল মার্শের দল।
আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ১৪০ রান তোলে। জবাবে তিন দফা বৃষ্টিতে বন্ধ থাকার পরও, ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে জয় পায় অজিরা। ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলায়ও ধারাবাহিক ব্যর্থতা থেকে বেরুতে পারেননি ওপেনার তানজীদ তামিম। এই ম্যাচেও হতাশ করে দলকে চাপে ফেলে আসেন তিনি।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এদিন কিছুটা ছন্দে পাওয়া গেলো। তবে আরেক ওপেনার লিটন দাস টি-টোয়েন্টিতে যেভাবে ব্যাট করেছেন তাতে লজ্জা বেড়েছে। টেস্ট ক্রিকেট মেজাজে লিটন ব্যাট করছেন টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটের খেলায় অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে প্রথম রান পেতে খরচ করেছেন ১০টি বল।
অধিনায়ক নাজমুল শান্ত অজি বোলারদের উপর কিছুটা চড়াও হওয়া চেষ্টা করে দলের রানের গতি বাড়ান। দু’জন যোগ করেন ৫৮ রান। লিটন বিদায় নিলে, ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে রিশাদ হোসেনকে সুযোগ দেয়া হলেও, তাতে খুব বেশি লাভ হয়নি। তিনি আউট হন মাত্র ২ রানে। তাতে দল আবারো চাপে পড়ে। নাজমুল শান্ত ৪১ রান করে আউট হলে, খানিকটা সময় অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হন তাওহীদ হৃদয়।
একাদশে সুযোগ পেয়েই সেটা কাজে লাগিয়েছেন অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স। ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসানকে ফিরিয়ে বাংলাদেশের রানের চাকা থামিয়ে দেন তিনি।
ইনিংসের শেষ ওভারের প্রথম বলে হৃদয়কে ফিরিয়ে এবারের টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন প্যাট কামিন্স। সপ্তম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন তিনি। আর ২০০৭’র প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্বিতীয় অজি বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন কামিন্স। তাতে বাংলাদেশ ৮ উইকেটে ১৪০ রান তোলে।
ওয়ানডে’র বিশ্বচ্যাম্পিয়নরা ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি সময় নেয়নি। শুরু থেকেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের ব্যাটের শাসনে সীমানার বাইরে বল কুড়াতে ব্যস্ত থাকেন বাংলাদেশের বোলাররা। ঝড়ো গতিতে রান তুলতে থাকেন এই দু’জন। ৬৫ রানে ট্রাভিস হেডকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের রিশাদ। অজি অধিনায়ককে স্বল্প রানে ফিরিয়েও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। তিন দফা বৃষ্টিও পারেনি অস্ট্রেলিয়ার জয় রুখতে। ওয়ার্নার ঝড়ো হাফ সেঞ্চুরির পর, বৃষ্টির কারণে আর খেলা মাঠে না গড়ালে ডাক ওয়ার্থ পদ্ধতিতে অস্ট্রেলিয়া জয় নিয়ে মাঠে ছাড়ে।
আগামী ২২শে জুন একই ভেন্যুতে সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।