চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-৩ গোলে জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এমি মার্তিনেজ চেষ্টার ত্রুটি রাখেননি। পুরো ম্যাচে ছিল তার ৮ সেইভ এবং ৯ রিকোভারি। বাঁধভাঙ্গা জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পিএসজির আক্রমণের সামনে তিনটা গোল হজম করতেই হলো মার্তিনেজকে।

এদিন শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে পিএসজির একচ্ছত্র আধিপত্য ছিল। গোলপোস্টে একের পর এক আক্রমণ ঠেকাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এ কারণেই গোল পাচ্ছিল না পিএসজি। উল্টো ৩৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যায় ভিলা। ইউরি তিলেমানাসের আড়াআড়ি ক্রস থেকে বল জালে পাঠান মরগ্যান রজার্স।

পিএসজি দ্রুত ঘুরে দাঁড়ায়। দেসির দুয়ে, খভিচা ও নুনো মেন্দেসের গোলে সদ্য লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়া দল প্রত্যাশিত জয় পায়। আর সব প্রতিযোগিতায় টানা সাত ম্যাচের জয়যাত্রা থেমে গেলো ভিলার। আগামী মঙ্গলবার ফিরতি লেগে বিশেষ কিছু করতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবকে।