সাফ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ দুই গোল আদায় করে। ৪২ মিনিটে সাহেদা বাংলাদেশকে এগিয়ে নেন। ৪৪ মিনিটে শামসুন্নাহার ব্যবধান বাড়ান। বিরতির পরে আর কোনো গোল না হওয়ায় তিন গোলের জয় পায় বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই নেপালের রক্ষণভাগের উপর চাপ দিয়ে খেলতে থাকে বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমন করে বাংলাদেশ প্রতিপক্ষের রক্ষণভাগের উপর। তবে ফরোয়ার্ডদের মিসের মহড়ায় গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ।

২৩তম মিনিটে এগিয়ে যেতে পারত নেপাল। তবে বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমার বিশ্বস্ত হাতে সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ। প্রথমার্ধের ৩১তম মিনিটে রিপার বাড়ানো বল অধিনায়ক শামসুন্নাহার নিয়ন্ত্রণে না নিতে পারায় গোল বঞ্চিত হয় বাংলাদেশ। এরপর ৩৬তম মিনিটে আবারও গোলের সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। এবারও জালে বল জড়াতে ব্যর্থ হন শামসুন্নাহার। পরের মিনিটেই রিপার দূরপাল্লার শট ঠেকিয়ে দলকে কোনোমতো রক্ষা করেন নেপাল গোলরক্ষক।

তবে ম্যাচের ৪১তম মিনিটে নেপাল রক্ষণের ভুলে গোলের সুযোগ পায় বাংলাদেশ। যা হাতছাড়া করেনি ফরোয়ার্ড রিপা। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই ফুটবলার। তার গোলেই ১-০ গোলের লিড নেয় বাংলাদেশ।

১ গোলে থেমে থাকেনি বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অধিনায়ক শামসুন্নাহারের নান্দনিক ফিনিশিংয়ে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। তার এই গোলেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য চেষ্টা করছিল নেপাল। তবে বাংলাদেশের শক্তিশালী ডিফেন্সের কাছে পাত্তাই পাচ্ছিল না তারা। ম্যাচের ৫৬ মিনিটে নিজেদের ডি-বক্সে শামসুরন্নাহারের শট ক্লিয়ার করতে গিয়ে মুখে বল লাগে নেপালি গোলরক্ষক কবিতা বিকের। তাতে দুই মিনিট খেলা বন্ধ থাকে। খেলার ৭৬ মিনিটে আফিদার বল ক্রসবারে লেগে ফিরে আসে।

তবে ৮৬ মিনিটে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন উন্নতি খাতুন। শাহেদার আক্তার রিপার ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে গোল পোস্টের কাছেই থাকা উন্নতি খাতুন পা ছুঁইয়ে দিয়ে গোলে রূপান্তরিত করেন। এরপর বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ব্যবধান আর বাড়েনি।

গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা। সাড়ে ৫ মাসের ব্যবধানে এবার ঢাকায় বিজয়ের পতাকা ওড়ালেন সাবিনাদের অনুজ শামসুন্নাহার জুনিয়র-রূপনা চাকমারা। সিনিয়র নারী সাফের পর অনূর্ধ্ব-২০ সাফেও অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা।