আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যেই হোক কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসাইন। তিনি বলেন, অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৯শে নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

এসময় সাম্প্রতিক ঘটনা কেন্দ্র করে উস্কানিমূলক ঘটনা আর যেন না ঘটে সেদিকে নজর রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

পরে আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তার চেক তুলে দেন দুই উপদেষ্টা।