বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩১শে মার্চ থেকে শুরু হচ্ছে সবচেয়ে জাকজমকপূর্ণ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট।
শুক্রবার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে দেখা গেছে, আহমেদাবাদে উদ্বোধনী দিনে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮শে মে।
১২টি শহরে ৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত লিগ পর্বের ম্যাচ হবে ৭০টি। নিয়মিত ভেন্যু চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, কলকাতা, লকনউ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি ছাড়াও কিছু ম্যাচ গৌহাটি ও ধর্মশালায় অনুষ্ঠিত হবে।
গতবারের মতো এবারও আইপিএলে দল সংখ্যা ১০টি। লিগ পর্বে প্রতিটি দল খেলবে ১৪ টি করে ম্যাচ। গ্রুপ ‘এ’ তে রয়েছে- মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি এর পাঁচটি দল- চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।