বোমা হামলার আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার খালি করা হয়েছে। শনিবার নিরাপত্তা সতর্কতার কারণে আইফেল টাওয়ারের তিনটি তলা ও এর সামনের চত্বর খালি করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা সেতে বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে।
বোমা হামলার হুমকির পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
তবে কেমন করে এই বোমাতঙ্ক শুরু হলো, কেউ হুমকি দিয়েছে কিনা-সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দেড় টার পর পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে।
১৮৮৭ সালের জানুয়ারিতে আইফেল টাওয়ারের নির্মাণকাজ শুরু হয় এবং শেষ হয় ১৮৮৯ সালের মার্চ মাসে। ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত এই টাওয়ার দেখতে প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্যারিসে যান। যা গত বছর ৬২ লাখের বেশি মানুষ টাওয়ারটি দেখতে প্যারিসে গিয়েছিলেন।